D তুমি হায় বুঝবে কি ছাই D ফুরফুরে দিন কেটে যায়, D তুমি আর বুঝবে কি ভাই D ফুরফুরে দিন কেটে যায়, D A বোঝাচ্ছ স্বাধীনতার মানে। A যে অধীন দিনে রাতে A বুলেটে যে বুক পাতে A D সে বুঝেছে স্বাধীনতার মানে। D তুমি হায় বুঝবে কি ছাই D গান গেয়ে দিন কেটে যায়, D A বোঝাচ্ছ স্বাধীনতার মানে। A যে অধীন দিনে রাতে A বুলেটে যে বুক পাতে A D সে বুঝেছে স্বাধীনতার মানে। D সে বুঝেছে খাঁচায় থেকে D গরাদ ভাঙায় কী দম লাগে D A লাগে কতো রক্ত কতো ঘাম। A স্লিম জিমে ফেলে আসি ঘাম A ফরেন জিন্স কিনতে দিই দাম A D স্বাধীনতার কেন বদনাম? D তুমি হায় বুঝবে কি ছাই D ফুরফুরে দিন কেটে যায়, D তুমি হায় বুঝবে কি ছাই D গান গেয়ে দিন কেটে যায়, D A বোঝাচ্ছ স্বাধীনতার মানে। A যে অধীন দিনে রাতে A বুলেটে যে বুক পাতে A D সে বুঝেছে স্বাধীনতার মানে। A পাড়ার নালায় লাশ ভাসলে A পারাবারে ভাসাই জাহাজ A D বিপ্লব ঘর-ছাড়া এক পাখি। D বাঁচলে পাখি তারই ঠোঁটে D খাবে ধান যেমন জোটে D A ধানে ধ্যান, জ্ঞানে বোল হাঁকি। A মন তার যতোই না চায় A যে পাখির বাঁচাই খাঁচায় A D সেই বোঝে ভাঙা কতো কঠিন। D তুমি হায় বুঝবে কি ছাই D ফুরফুরে দিন কেটে যায়, D তুমি হায় বুঝবে কি ছাই D শান্তিতে দিন কেটে যায় A D স্বাধীন থাকা তোমার রোজের রুটিন A D স্বাধীন থাকা আমার রোজের রুটিন A D স্বাধীন থাকা আমার রুটিন।
Tags: easy guitar chords, song lyrics, Silajit Majumder