[Intro] A E A E A E A E [Verse] A সূর্য রঙিন, তার পূর্বে E একবেলা দেরি করে ওঠে A ছায়া ফেলে সাদা, কালো, লালচে E মেঘ জমে থাকে তাঁর ঠোঁটে A D কখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রান Bm E রাস্তা বদল করে হাওয়া [Chorus] A E A E A aaaaaaaa A E F#m E D A [Verse] A E এ যেনো ছেলেখেলা, আলোচনা হতে দাও A D যেই গলিতে গাড়ি ঢোকে না A এ যেনো মাজারি শহরে কিছু বাজারি গান Bm দু'কান আমার জানি শোনে না A F#m ছাতা গুলো দোলে, ডানা মেলে রোদ D E রোদে জামা ভেজে, পথে অবরোধ A F#m নিচু বাড়িগুলো, খালি তোলে হাই D E পিছু টানে পায়ে, আরো গতি চাই [Chorus] A E A aaaaaaaa A D E A A F#m D E A [Verse] A আমিও জানি আমি গেঁথে গেছি আলপিনে D কত কি ছুটে চলে দু'পাশে A কখনো ভেবো বসে তুমি নিয়ে লোফালুফি Bm এ খেলা খেলে কার কি আসে A F#m চোখে হাসি আর হাতে তালি থাক D E ভাঙা বিকেলের কাছে ফেরা যাক A F#m ঘন হতে থাকে মোহ হীনতা D E কেটে যায় ঘোর বাড়ে দীনতা [Chorus] A E A E aaaaaaaaaaaaaa [Verse] A সূর্য রঙিন, তার পূর্বে E একবেলা দেরি করে ওঠে A ছায়া ফেলে সাদা, কালো, লালচে E মেঘ জমে থাকে তাঁর ঠোঁটে A D কখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রান Bm E রাস্তা বদল করে হাওয়া
Tags: Easy chords, chords for, chords of a song, song lyrics by Anupam Roy