শিরোনামঃ শ্রাবনের মেঘ ভোকালঃ মিসবাহ ব্যান্ডঃ ডিফরেন্ট টাচ অ্যালবামঃ শ্রাবনের মেঘ [Intro] e|-8-5---5----------------------------| B|-----6----8-6-5---------------------| G|----------------7--5----5-7---------| D|----------------------7-------------| A|------------------------------------| E|------------------------------------| [Verse 1] Dm C Dm শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে C Am Dm অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে Dm C আজ কেন মন উদাসী হয়ে Am Dm দূর অজানায় চায় হারাতে(২) Dm C Dm শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে C Am Dm অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে [Verse 2] Dm কবিতার বই সবে খুলেছি C হিমেল হাওয়ায় মন ভিজেছে C জানালার পাশে চাঁপা মাধবী Am Dm বাগান বিলাসী হেনা দুলেছে (২) Dm C আজ কেন মন উদাসী হয়ে Am Dm দূর অজানায় চায় হারাতে(২) [Verse 3] Dm মেঘেদের যুদ্ধ শুনেছি C সিক্ত আকাশ কেঁদে চলেছে C থেমেছে হাঁসের জলকেলী Am Dm পথিকের পায়ে হাঁটা থেমেছে (২) Dm C আজ কেন মন উদাসী হয়ে Am Dm দূর অজানায় চায় হারাতে(২) Dm C Dm শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে C Am Dm অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
Tags: easy guitar chords, song lyrics, Different Touch